চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফলমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুলাই) চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ১০টি স্টল রয়েছে।
এসব স্টলে রয়েছে দেশীয় বাহারি রং ও জাতের ফল। এসব স্টলগুলো প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন। এ সময় প্রধান অতিথি মেলা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
পরে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, মেলায় দেশীয় প্রজাতির অনেক ফল স্থান পেয়েছে। যেটা আমরা অনেকে দেখি নাই। দেশীয় ফলের যে অপরিসীম গুরুত্ব রয়েছে তা আমরা এখন উপলব্ধি করি।
পরে কৃষকদের মধ্যে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আগামী ৩ দিন অর্থাৎ ১০ জুলাই পর্যন্ত মেলা সকাল ৯ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
টিএইচ